নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানঃ আফগানিস্তানে তালিবানদের রাজত্বে নারীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। আর এবার আফগানিস্তানে নারীদের জন্য আরো এক কঠোর নিয়ম জারি হলো। সেখানকার তালিবান সরকারের নির্দেশ অনুযায়ী, মেয়েদের ‘ঘর-বাহিরের’ মধ্যে কোনো জানলা থাকবে না।
সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বাড়ির অন্দরমহলে, মূলত যেখানে মহিলারা রান্না করেন, অন্যান্য গৃহকর্ম করেন বা প্রতিবেশীর দেওয়াল অথবা মেয়েরা থাকে এমন জায়গায় কোনো জানলা রাখা যাবে না। আর জানলা থাকলেও তা বুজিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ন নতুন ল ফরমানের ব্যাখ্যা দিয়ে নেটমাধ্যমে লেখেন, “মহিলাদের রান্নাঘরে কাজ করতে দেখলে কিংবা কুয়ো থেকে জল তুলতে দেখলে অশালীন কাজ হতে পারে।”
সরকারের তরফে এও জানানো হয়েছে যে, “কোনো বাড়ির ভিতর থেকে প্রতিবেশীর ঘর দেখা যাচ্ছে কিনা, পুরসভার আধিকারিকেরা তা নজরে রাখবেন।” এক্ষেত্রে জানলা বুজিয়ে ফেলা অথবা জানলার আগে পাঁচিল তুলে দেওয়াই যথাযথ কাজ হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, “২০২১ সালের ১৫ ই অগস্ট আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই সে দেশের মেয়েদের উপরে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উচ্চ প্রাথমিকে মেয়েদের পঠন-পাঠন নিষিদ্ধ হয়েছে। তাদের চাকরী করা কিংবা প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ এসে পড়েছে।
সম্প্রতি একটি আইন এনে তালিবান সরকার জানিয়েছে, প্রকাশ্যে আফগান মেয়েরা গান গাইতে ও কবিতা পাঠ করতে পারবে না। বিষয়টি ইসলামিক আইনের পরিপন্থী।’’ উল্লেখ্য, তালিবানদের এই গোঁড়া নিয়মকানুন নিয়ে আমেরিকা এবং পশ্চিমী বিশ্বের দেশগুলি গোড়া থেকে আপত্তি জানালেও কাবুল নিজেদের সিদ্ধান্তে অবিচল রয়েছে।