আবারও ধস নেমেছে শেয়ার বাজারে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের প্রভাবে আজ বাজার খোলার পরেই হুড়মুড়িয়ে সেন্সেক্স ও নিফটির পতন ঘটলো

সপ্তাহের প্রথম দিনেই সেনসেক্স ১,১০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি ১৬,৬৫০ পয়েন্টের নীচে নেমে আসে। সমগ্র দেশের পাশাপাশি কোরিয়া, জাপান, জার্মানি, ব্রিটেন, হংকং এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে শেয়ার সূচকের পতন হয়েছে।

বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণেই এদিন সকাল থেকে লেনদেন শুরু হতেই দ্রুত সূচক নামতে শুরু করেছে। এক সময় সেনসেক্স ১,১০৮ পয়েন্ট খুইয়ে ৫৫,০০৩ পয়েন্টে নেমে আসে। যা পরে সামান্য একটু বৃদ্ধি পায়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৯ শে অক্টোবর মাসে সেনসেক্স ৬২ হাজারের গণ্ডি পেরিয়েছিল। শেয়ার বাজার বিশেষজ্ঞেরা মাত্র ১৯ মাসে ২৬ হাজার পয়েন্টের ওই উত্থানে আশার আলো দেখছিলেন। কিন্তু নভেম্বর মাসের শেষে ওমিক্রন উদ্বেগের কারণে তা ৫৭,১০৭ পয়েন্টে নেমে আসে। 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram