অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য রাজ্য বাজেট পেশের একেবারে শেষ লগ্নে সরকারী কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। কিন্তু সরকারী কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যেরা এই সামান্য ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নন। তারা বিষয়টিকে ‘ভিক্ষার দান’ হিসাবেই দেখছেন।
তাই কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর দাবীতে আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ একটানা ৪৮ ঘণ্টা তারা রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছেন। শুক্রবার রাজ্য জুড়ে ‘ধিক্কার মিছিলের’ ডাক দেওয়া হয়েছে। ডিএ বৃদ্ধির দাবীতে সব কর্মচারী সংগঠনকেই একত্র হওয়ার হওয়ার ডাক দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের ঘোষণার ফলে কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার পার্থক্য কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। বাজেট পেশের পরেই শহিদ মিনারের সামনে অবস্থান মঞ্চ থেকে বাকি ৩৬ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার দাবী জানানো হয়। শহিদ মিনার চত্বরেই একটি মিছিলও হয়। যেখানে শ্লোগান ওঠে ‘তিন শতাংশ ললিপপ, ঢপের চপ’।
বিক্ষোভকারীরা সরকারের এই ঘোষণাকে ‘অবমাননা’ হিসাবেই দেখছেন। বিক্ষোভকারীদের দাবী, ‘‘ডিএ ভিক্ষা নয়, ন্যায্য পাওনা।’’ সরকারী কর্মচারীদের পাশে দাঁড়িয়ে বিরোধী দলগুলিও শাসকদলের সমালোচনা করেছে।
প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারী কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। যেখানে তাদের যুক্তি, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন।