নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার সারেঙ্গা থানার চৌতাড়ে গ্রামে পুরোনো শত্রুতার জেরে এক জন যুবকের মাথায় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে খুন করার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতের নাম সৌমেন চক্রবর্তী। বাড়ি চৌতাড় গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌমেনের, প্রতিবেশী সুমন বাগের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। গতকাল সুমনের বাড়ির সামনে সৌমেনের বাবা রনজিৎ চক্রবর্তীর বচসা শুরু হয়। ওই সময় সৌমেন রনজিৎ বাবুকে নিরস্ত্র করার চেষ্টা করছিলেন। তখন আচমকা সুমন বাঁশ নিয়ে সৌমেনের উপর চড়াও হতেই সে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর দ্রুত সৌমেনকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ স্থানীয় ব্রাহ্মণডিহা মোড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ অভিযুক্ত সুমনকে খাতড়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক দু’দিনের জন্য পুলিশী হেফাজতের নির্দেশ দেন। তবে সুমনের আইনজীবী তাকে নির্দোষ বলে দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here