চয়ন রায়ঃ কলকাতাঃ খেলা দিবসেই প্রাণ হারালেন এক ক্রীড়াবিদ। বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকার পর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে খড়দহে নিজের বাড়িতেই ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জী। চিন্ময় চ্যাটার্জীর মৃত্যুতে ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে।
চিন্ময় চ্যাটার্জী কলকাতার তিনটি প্রধান দল সহ রাজ্য ও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৫সালে রাজ্য সরকার চিন্ময় চ্যাটার্জীকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেন। এছাড়া বাংলাতে সন্তোষ ট্রফি চাম্পিয়ান করেছিলেন। চিন্ময় চ্যাটার্জীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস শোক প্রকাশ করেছেন।
চিন্ময় চ্যাটার্জীর মৃত্যুর পর তাঁর মৃতদেহের উপর ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা দিয়ে শেষ সম্মান জানানো হয়। প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদরা শেষ শ্রদ্ধা জানাতে চিন্ময় চ্যাটার্জীর বাড়িতে উপস্থিত হন। চিন্ময় চ্যাটার্জীর মৃত্যুতে ফুটবল জগতের এক অধ্যায়ের অবসান ঘটলো।
চিন্ময় চাটার্জী খেলোয়াড় হিসেবে অবসর গ্রহণের পর লাল-হলুদের কোচিংও করিয়েছিলেন। চিন্ময় চাটার্জীর দীর্ঘদিনের সহযোদ্ধা রঞ্জিত মুখার্জী জানিয়েছেন, “চিন্ময়ের এই মৃত্যু দেশ সহ বাংলা ফুটবলের অফুরন্ত ক্ষতি। তাঁর পরিবারকে সমবেদনা জানানোর ভাষাটুকু যেন হারিয়ে গেছে”।