Indian Prime Time
True News only ....

প্যারালিম্পিকে দেশে এলো প্রথম স্বর্ণপদক

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ব্যুরো নিউজঃ টোকিওঃ অলিম্পিক শুটিংয়ে শুধুই শূন্যতার পর এবার টোকিও প্যারালিম্পিকে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন আরেক ভারত কন্যা অবনী লেখারা।

অবনী টেবল টেনিসের ফাইনালে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকার পর মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিংয়ে চিনা ও ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে প্রথম স্থানের অধিকারী হলেন।

- Sponsored -

- Sponsored -

চিনের কুইপলিং ঝাং ২৪৮.৯ পয়েন্ট করে রুপো পেয়েছেন। ইউক্রেনের ইরিনা স্কেটনিক ২২৭.৫ পয়েন্ট করে ব্রোঞ্জ পেয়েছেন। অবনী কোয়ালিফিকেশন রাউন্ডে সাত নম্বরে শেষ করেছিলেন। মোট স্কোর ছিল ৬২১.৭।  তৃতীয় এবং চতুর্থবারের চেষ্টায় ১০৪.৯ ও ১০৪.৮ স্কোর করেন। ফাইনাল রাউন্ডে ১০৪.১ পান।

সোনার পাশাপাশি যোগেশ কাঠুনিয়া পুরুষদের এফ ৫৬ ক্যাটাগরিতে ৪৪.৩৮ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে দ্বিতীয় ভারতকে রুপো এনে দিলেন। ব্রাজিলের ক্লডিনেই বাতিস্তা ৪৫.৫৯ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে সোনা জিতেছেন। কিউবার লিওনার্দো আলদানা দিয়াজ ৪৩.৩৬ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে এই অবধি টোকিও প্যারালিম্পিক থেকে ভারতের ঘরে চারটি পদক আসলো।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored