নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ স্বাস্থ্য, সংস্কৃতি, প্রশাসনিক বিভাগের পাশাপাশি এবার রেল বিভাগেও করোনা থাবা বসিয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রায় এক হাজারের বেশী রেলকর্মী করোনা পজিটিভ। এখন যাদের অধিকাংশই হোম আইসোলেশনে রয়েছেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, “পূর্ব রেলের হাওড়া, লিলুয়া, মালদা, বামুনগাছি, শিয়ালদহ ও আসানসোল ডিভিশন মিলিয়ে অন্তত সহস্রাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন”।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, গার্ডেনরিচের রেলওয়ে হাসপাতালে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১০০ জন হাসপাতালে ভর্তি আছে। এছাড়া ওই একই হাসপাতালে অন্যান্য বিভাগের ৪৪ জন রেলকর্মী ভর্তি রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
রেলের পক্ষ থেকে দাবী করা হচ্ছে যে, যেহেতু এবার সুস্থ হয়ে ওঠার হার খুবই দ্রুত সেই কারণে এখনো পর্যন্ত রেল পরিষেবা ব্যাহত হয়নি। কিন্তু করোনা আক্রান্তের হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here