রায়া দাসঃ কলকাতাঃ চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সিমেস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ ২০২৪ সালে যে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নতুন পরীক্ষা পদ্ধতি ও নতুন সিলেবাসেই ভর্তি হবে।
উল্লেখ্য, আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, “উচ্চ মাধ্যমিকে সিমেস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। শুধু এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।” গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, “রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পরীক্ষা পদ্ধতি ও নতুন সিলেবাস চালু করে দেওয়ার অনুমতিপত্র মিলেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
শিক্ষা সংসদের ওই নির্দেশিকা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। আর পরের বছর যখন এই ছাত্র-ছাত্রীরাই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তখন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেসব পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে, তারা পুরোনো পরীক্ষা পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।
Sponsored Ads
Display Your Ads Here
শিক্ষা সংসদ সূত্রে খবর, নতুন নিয়ম অনুযায়ী ২০২৪ সালের নভেম্বর মাসে একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রথম সিমেস্টার হবে। এই পদ্ধতিতে ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাও প্রথম সিমেস্টার দেবে। এছাড়া এও জানানো হয়েছে যে, খুব শীঘ্রই নতুন সিলেবাস ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিশদ তথ্য ওয়েবসাইটে জানানো হবে।
Sponsored Ads
Display Your Ads Here