মিনাক্ষী দাসঃ শীতকালে কমলালেবু সকলের কাছেই খুব প্রিয়। কমলালেবু যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের পক্ষে খুব স্বাস্থ্যকর। একদিকে যেমন কমলালেবুর গুণাগুণ প্রচুর। অপরদিকে ঠিক তেমন কমলালেবুর খোসার গুণাগুণও কোনো অংশে কম নয়। কমলালেবুর খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ-শুষ্ক দেখায়। যার ফলে ত্বক অনুজ্জ্বল দেখায় ত্বকের জৌলুস হারিয়ে যায়। তাই শীতকালে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য কমলালেবুর খোসা ব্যবহার করা যেতে পারে।
১) কমলাললেবুর খোসার গুঁড়োর সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here২) একটি কমলালেবুর রসের সঙ্গে দুধ, মূলতানি মাটি এবং কমলালেবুর খোসার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণটি পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মুখের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে।
৩) ১ চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ মধু ও এক চিমটি হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে প্রায় ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here৪) ১ চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ১ চা চামচ ওটমিল এবং বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে ভেজা মুখে মিশ্রণটি লাগিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করতে হবে। যা ত্বকের ডেড সেল সরিয়ে ফেলবে।
৫) কমলালেবুর খোসাতে বিদ্যমান অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ব্রণের বিরুদ্ধে কাজ করে মুখের ব্রণের সমস্যা দূর করে। একটি গোটা কমলালেবুর খোসা ১ কাপ জলে সিদ্ধ করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করার পর তা মুখ ধোয়ার কাজে ব্যবহার করলে সহজেই ব্রনের সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব।
Sponsored Ads
Display Your Ads Here৬) কমলালেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। ১ চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ১ চা চামচ দুধ ও নারকেল তেল খুব ভালোভাবে মিশিয়ে একটা প্যাক তৈরি করতে হবে। তারপর এই প্যাকটি প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটি ক্লিনজার রূপে মুখের ময়লা যাওয়ার সাথে বলিরেখা এবং বয়সের দাগ দূরীভূত করে।
৭) কমলালেবুর খোসা ত্বকের নমনীয়তা রক্ষা করে। এটা ত্বকের তেলের ভারসাম্য ঠিক রাখে ও ত্বককে নরম-মসৃণ করে তোলে। তবে কমলালেবুর খোসা সরাসরি ত্বকে প্রয়োগ না করে মুসুরের ডাল বেটে নিয়ে এতে কমলার খোসা বাটা ভালোভাবে মিশিয়ে প্রতিদিন ত্বকে প্রয়োগ করলে ত্বক দারুণ কোমল থাকবে এবং মুখের মধ্যে থজাকা কালো দাগও সহজেই চলে যাবে।