নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বিজেপি লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় দিল্লি, ত্রিপুরা, কর্ণাটক, গুজরাত, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, দমন-দিউ, হিমাচল প্রদেশ, দাদরা-নগর হাভেলীর মোট ৭২ জন প্রার্থীর নাম রয়েছে।
কিন্তু প্রথম প্রার্থী তালিকায় ১৯৫ জনের মধ্যে রাজ্যের কুড়ি জন ঠাঁই পেলেও আজ পশ্চিমবঙ্গের কোনো প্রার্থীর নাম ঘোষিত হয়নি। আসানসোলের ঘোষিত প্রার্থী পবন সিংহও নির্বাচনে লড়াই করতে অস্বীকার করেছেন। অর্থাৎ এখনো এই রাজ্যের তেইশটি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি। এদিকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই টিকিট পেয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র রাঘবেন্দ্র পারিবারিক আসন শিবমোগ্গায় টিকিট পেয়েছেন। খনি দুর্নীতি মামলায় অভিযুক্ত কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি শ্রীরামালুকে বল্লারিও টিকিট পেয়েছেন। হরিয়ানার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে কার্নাল আসনে প্রার্থী করা হয়েছে। সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন তৃণমূল নেতা অশোক তানওয়ারকে হরিয়ানার প্রার্থী করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত (হরিদ্বার), কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (নাগপুর), পঙ্কজা মুন্ডে (বীড়), প্রহ্লাদ জোশী (ধারওয়াড়), পীযূষ গয়াল (মুম্বই উত্তর), অনুরাগ ঠাকুর (হামিরপুর), শোভা কারান্দলাজে (বেঙ্গালুরু উত্তর), যুবনেতা তেজস্বী সূর্য (বেঙ্গালুরু দক্ষিণ) এই প্রার্থী তালিকায় রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here