নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ করোনাভাইরাসের দাপটে জেলার বিভিন্ন হাট-বাজার বন্ধ করা হয়েছে। কিন্তু হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধে কোনোভাবেই রাজি নন। ব্যবসায়ীদের দাবী, সব দোকান-বাজার খোলা থাকায় সপ্তাহে তিন দিন মঙ্গলাহাটও চালু রাখতে দিতে হবে।
তাই জেলা প্রশাসনের হাট বন্ধের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল হাওড়া ময়দান চত্বরে হাট বসল। পাশাপাশি কোভিড বিধিনিষেধ মেনে হাট চালু রাখা যায় কিভাবে সেই ব্যাপারে ব্যবসায়ীদের তরফে নির্দিষ্ট কোনো উত্তর না পাওয়ায় শরৎ সদনে ব্যবসায়ী সংগঠনের সাথে হাওড়া পুরসভা ও জেলা প্রশাসনের কর্তাদের বৈঠকেও কোনো সমাধান পাওয়া গেল না।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন বৈঠকের পরে পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘আগের নির্দেশ মতো আজ মঙ্গলবার হাট বন্ধ থাকবে। তবে আগামী সপ্তাহে হাট বন্ধ থাকবে না কোভিড বিধিনিষেধ মেনে চালু রাখা হবে সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বুধবারের মধ্যে হাট মালিকদের থেকে নির্দিষ্ট প্রস্তাব আসার পরে চিন্তা-ভাবনা করা হবে’’।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলি দাবী জানাচ্ছে যে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে হাট বন্ধ করা হবে না। কোভিড বিধিনিষেধ মেনে কেনাবেচা চালু থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
হাট ব্যবসায়ীদের একাধিক সংগঠন রয়েছে। তাই প্রশাসনিক সিদ্ধান্ত সকলের কাছে পৌঁছনো সম্ভব নয়। হাট বন্ধের নির্দেশ সত্ত্বেও এদিন বেশ কিছু ব্যবসায়ী দোকান খুলে বসেছিলেন। যদিও পুলিশ গিয়ে পরে ওই দোকান-পসরা বন্ধ করে দেয়।
উল্লেখ্য যে, গত সপ্তাহেই পুরসভা, জেলা প্রশাসন এবং পুলিশ এক নির্দেশিকা জারি করে মঙ্গলাহাট বন্ধের নির্দেশ দেয়। আর এর প্রতিবাদে ব্যবসায়ীরা কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। এছাড়া হাওড়া ময়দানেও অবরোধ করা হয়েছিল।