ব্যুরো নিউজঃ সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান ’নিয়ম জোন’ প্রকল্প চালু করার ঘোষণা করলেন। যা মানুষের কাছে স্বপ্নের শহরে পরিণত হবে। চলতি বছরেই লোহিত সাগরের সীমান্তে এই প্রকল্পের কাজ শুরু হবে।
২০১৭ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে ’The Line’ নামের শহরটি তৈরির চিন্তাভাবনা করা হয়েছে। ৫০০ বিলিয়ন ডলার খরচ করে ২৬,৫০০ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে এই শহরটি তৈরি করা হয়েছে।
আগামী ১০ বছরের মধ্যে সম্পূর্ণ দূষণহীন এই শহরটি গড়ে উঠবে। দূষণকারী অর্থাৎ কার্বন নিঃসরণ কোনো পরিবহন যাতায়াত করবে না। আধুনিকতম ব্যবস্থার মাধ্যমে সমস্ত প্রক্রিয়া চালু করা হবে। এখানে পাথওয়েরও ব্যবস্থা থাকবে। এককথায় বর্তমান প্রজন্মের প্রতীক রূপে চিহ্নিত হবে ‘The Line’.
Sponsored Ads
Display Your Ads Hereএই শহরটি ব্যবসা-বাণিজ্যের শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে। আগামী ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এখানে প্রায় তিন লক্ষ আশি হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে।
এখানকার অত্যাধুনিক ব্যবস্থা সমগ্র বিশ্বের মানুষের কাছে স্বপ্নের শহরে পরিণত হবে।