নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর ভদ্রেশ্বরের গৌরহাটি ইএসআই হাসপাতালের বিপরীতে জিটি রোডের পাশে আচমকা তীব্র বিস্ফোরণে একটি স্টিল ফার্নিচারের দোকানের অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়েছে। এছাড়া বিস্ফোরণের জেরে জানলার কাচ ভাঙে ও দেওয়ালে ফাটল ধরে যায়।
বিস্ফোরণের তীব্রতায় বিকট আওয়াজের সাথে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। প্রচণ্ড আওয়াজের জেরে এলাকাবাসীরা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এই ঘটনার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। এছাড়া বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে ওই রাতেরবেলাই ভদ্রেশ্বর থানার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দোকান মালিক আকবর আলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। আর দোকান বন্ধ করে তালাও লাগিয়ে দেওয়া হয়। এমনকি আজ সকালবেলা ফরেন্সিক দল ওই দোকানে ঢুকে তদন্ত শুরু করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্টিল ফার্নিচারের দোকানে কিছু বস্তাবন্দি জিনিস রাখা ছিল। যার মধ্যে ব্যাটারি ছিল। সেখান থেকেও বিস্ফোরণ হতে পারে। আবার শর্টসার্কিট থেকেও এই বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।