পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি দোকানে আচমকা এসে লুঠপাট চালিয়ে চম্পট দিল এক দল দুষ্কৃতী। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
দোকানের মালিক সজল পাড়ুই জানান, ‘‘মোট চার জন দুষ্কৃতী দু’টি বাইকে করে এসে দোকানের ভিতর ঢুকে সজলবাবুর কাছে লকারের চাবি চেয়ে তাকে মারধর করে। কিন্তু তাও চাবি না দেওয়ায় বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গহনা সহ দু’লক্ষ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় অটোচালকরা ধরতে গেলে শূন্যে বেশ কয়েকবার গুলি ছোঁড়ে।’’ পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেন। এর আগেও সোনারপুরে গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here