চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী মাসেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “আগামী ২ রা মে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। আর ৮ ই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।”
Sponsored Ads
Display Your Ads Hereচলতি বছর ২ রা ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ও ১২ ই ফেব্রুয়ারী শেষ হয়েছিল। অন্যদিকে, ২৯ শে ফেব্রুয়ারী অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম হলো, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগামী ১২ ই মে ওই সময়সীমা শেষ হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগামী ২৯ মে পর্যন্ত ফলাফল প্রকাশ করার জন্য সময় ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
অতএব নব্বই দিনের আগেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। এদিকে, চলতি বছর পরীক্ষা গ্রহণের পর থেকে খাতা দেখা, নম্বর আপলোড ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ক্ষেত্রেই কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে। পর্ষদ এবং সংসদের পক্ষ থেকে এই বিষয়ে বলা হচ্ছে যে, এই পদ্ধতিতে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে ও ভুলত্রুটি কম হয়, তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৪ ই ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং ২৪ শে ফেব্রুয়ারী শেষ হবে। পাশাপাশি ৩ রা মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ও ১৮ ই মার্চ শেষ হবে।