মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়ার ভাটপাড়ায় রিলায়্যান্স জুট মিল খোলার দাবীকে কেন্দ্র করে শ্রমিকদের রেল অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। মূলত শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের তরফে অভিযোগ ওঠে, এদিন সকালবেলা মিলে গিয়ে দেখা যায়, ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে ছুটির থাকার সুযোগ নিয়ে জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কারখানার গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।
জুট মিল কর্তৃপক্ষের তরফ থেকে মিলে পাট না থাকার অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু জুট মিল কর্তৃপক্ষ মজুত থাকা পাট কারখানার বাইরে বিক্রি করছে বলে শ্রমিকদের তরফ থেকে জানানো হচ্ছে। এরপরই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।
বহু দিন থেকে সপ্তাহে তিন দিন করে শ্রমিকদের কারখানায় যেতে বলা হয়েছিল। কিন্তু এবার কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা তাদের পরিবার নিয়ে ভীষণ বিপাকে পড়েছেন।
রেল পুলিশ বিক্ষোভের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বেলা ১২ টা নাগাদ জুট মিল শ্রমিকরা এই অবরোধ তুলে নেন।
তবে সপ্তাহের শুরুতে অফিস টাইমে শিয়ালদহ মেন শাখায় এই রেল অবরোধের কারণে নিত্য যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।