নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ১ লা জুলাই থেকে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরী সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হুগলীর শ্রীরামপুরে ওই ধরনের ক্যারি ব্যাগ তৈরীর কারখানা অনায়াসেই চলছিল।
গতকাল শ্রীরামপুর পুরসভার আধিকারিকরা থানার পুলিশকে নিয়ে ওই কারখানায় হানা দেন। অভিযোগও ওঠে যে, ৭৫ মাইক্রন ছাপ দিয়ে ৪২-৪৩ মাইক্রনের ক্যারি ব্যাগ বিক্রি করা হচ্ছে। এরপর পুরসভার স্বাস্থ্য দপ্তর মাইক্রন পরিমাপের যন্ত্র দিয়ে তা পরীক্ষা করলে দেখা যায় যে ওই ক্যারি ব্যাগগুলি ৭৫ মাইক্রনের কম।
Sponsored Ads
Display Your Ads Here
তাই এই নিয়ে জরিমানাও করা হয়েছে। এমনকি ওই কারখানাটির কোনো বৈধ নথিপত্র নেই। আর ট্রেড লাইসেন্স থাকলেও সেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর ফলে আপাতত কারখানাটি বন্ধ রাখতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কারখানা মালিক অঞ্জন দে জানান, “কারখানায় ৭৫ মাইক্রনের বেশী মাপের ক্যারি ব্যাগ তৈরী হয়।” অন্যদিকে পুরসভার তরফ থেকে শহরবাসীকে চটের ব্যাগও বিলি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here