পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ে বিভিন্ন দাবী তুলে জমি রক্ষা কমিটির সদস্যরা পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা দিয়ে দেন। আন্দোলনকারীদের এই বিক্ষোভের জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
এদিন জমি রক্ষা কমিটি পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু করে। তাদের মূল দাবী, ‘‘ভাঙড়ের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে সরকার যে চুক্তি করেছিল তা মানা হয়নি। ফলে আন্দোলনকারীরা দাবী আদায়ের জন্য অবস্থান বিক্ষোভের পথে নেমেছেন।’’
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান জানান, ‘‘এই দাবীপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হিমঘর এবং হাসপাতাল করে দেওয়ার দাবী মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত হিমঘর ও হাসপাতাল চালু হয়নি। এই অবস্থায় দাবী না মানলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ চলবে।’’
এই নিয়ে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, ‘‘জমি রক্ষা কমিটির সদস্যরা অহেতুক আন্দোলন করছে। কিন্তু সব দাবী মেনে নেওয়া হয়েছিল। মানুষ ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই পরিস্থিতিতে এলাকা অশান্ত করার চেষ্টা চলছে।’’