মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার টিটাগড় পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার নিকটবর্তী তরুণ সংঘ কমিটির দুর্গাপুজো দীর্ঘ ৩৮ বছরের। কিন্তু পুজো বন্ধের প্রতিবাদে পুজো কমিটির সদস্যরা থানায় বিক্ষোভ শুরু করেন।
অভিযোগ, “টিটাগড় ওয়াগানের মদতে এবার টিটাগড় থানা ওই পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।” আর পুজো বন্ধের নির্দেশে পেতেই পুজো কমিটির সদস্যরা সহ এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। আর দীর্ঘক্ষণ থানায় বিক্ষোভ চালিয়ে যান। তবে এখনো পুজো কমিটির তরফে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, “৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের কাছে পুজোর জন্য দশ দিন চাওয়া হয়েছিল।
তবে ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতা মিলছে না।” এদিকে, টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ পুজো বন্ধের প্রসঙ্গে বলেন, “পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা মেটানো হবে।”