অভয়ার উপর অত্যাচারের প্রতিবাদে নেমে এলো রাজপথে

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আর জি করের আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে আজ আম জনতা থেকে কলকাতার বিশিষ্ট নাগরিক, সকলে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল করে আর জি কর মেডিকেল কলেজের উদ্দেশ্যে হাঁটলেন। এই মিছিল থেকে আর জি করের মহিলা জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবী উঠলো।

এদিন এই মিছিলে ঋদ্ধি সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায় এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের সমাজকর্মীরা ছিলেন। সকলের হাতে ধরা ধূসর পোস্টারে মূল বক্তব্য, ‘‘চিকিৎসক খুনের বিচার চাই।’’ অন্য দিকে, এসএফআই ও ডিওয়াইএফআই আর জি করের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। আর সন্ধ্যাবেলা আর জি করের গেটের সামনে পৌঁছে যায়। কিন্তু আর জি করের গেটের সামনে পুলিশ বাধা দেওয়ায় ডিওয়াইএফআইয়ের সদস্যরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন।


উল্লেখ্য, গতকালই আন্দোলনকারী আর জি করের চিকিৎসকেরা ওই জুনিয়র চিকিৎসকের উপর ধর্ষণ করে খুনের ঘটনায় দেশের চিকিৎসক সমাজ এবং রাজ্যের সুশীল সমাজকে পাশে চেয়েছিলেন। আর এদিন জানান, ‘‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি ও চিকিৎসক খুনের ঘটনায় সুবিচার না হওয়া অবধি এই আন্দোলন চলবে। এরপর আন্দোলনকারীদের দাবীতে পূর্ণ সমর্থন জানিয়ে মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ সহ গুণীজনেরা মিছিল নামে। তারপর আন্দোলনকারীদের সুরে দাবী তোলেন, ‘‘অবিলম্বে সমস্ত ঘটনা প্রকাশ্যে আনতে হবে। যারা এর জন্য দায়ী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’’



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930