নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ঘুরতে এসে উত্তরপ্রদেশের হরিদ্বারের গঙ্গায় এক ব্যবসায়ী দম্পতি ঝাঁপ দিতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যবসায়ীর নাম সৌরভ বব্বর ও স্ত্রীর নাম মোনা বব্বর। সৌরভবাবুর এবং মোনা দেবীর দুই সন্তান রয়েছে। আর সৌরভবাবুর কিষাণপুরা বাজারে গয়নার দোকান রয়েছে।
জানা যায়, সৌরভবাবু ও মোনা দেবী সাহারানপুর থেকে বাইকে করে একশো কিলোমিটার অতিক্রম করে হরিদ্বারে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দু’জনে মিলে নিজস্বীও তোলেন। এরপর একটি সুইসাইড নোট লিখে তা গঙ্গার ঘাটে রেখে একসাথে জলে ঝাঁপ দেন। এরপর সেখানে উপস্থিত স্থানীয়রা সৌরভবাবু এবং মোনা দেবীকে ঝাঁপ দিতে দেখে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে।
উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, ‘ওই ব্যবসায়ী সুদের টাকা মেটাতে মেটাতে হাঁপিয়ে উঠেছিলেন। আর সেই টাকা মেটাতে পারছেন না।’ আর আত্মহত্যার আগে নিজস্বী তুলে পাঠিয়ে দেবেন বলেও ওই নোটে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পুলিশ তল্লাশি অভিযানে নামে। আর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সৌরভবাবুর দেহ উদ্ধার হলেও এখনো মোনা দেবী নিখোঁজ।