নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ লোকসভা ভোটের প্রচার শেষ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ্ন হবেন। সূত্রের খবর, স্বামী বিবেকানন্দ মূল ভূখণ্ডের অদূরে যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন, সেই ‘ধ্যানমণ্ডপম’ এ বসে ধ্যান করতে পারেন বলে জানা গিয়েছে।
আগামী ১ লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। এদিন আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ। ৩০ শে মে শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ৩০ শে মে সন্ধ্যাবেলা থেকে ১ লা জুন সন্ধ্যাবেলা অবধি দু’দিন নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার শেষে কেদারনাথ গিয়েছিলেন। ২০১৯ সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে গিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, সারা দেশ ঘুরে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এসেছিলেন। তিনি মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূরে একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন। সেখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয়, স্বামী বিবেকানন্দ সেখানেই আলোকপ্রাপ্ত হন। হিন্দু ধর্মে কথিত, পার্বতী যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন, সেখানেই ওই শিলা রয়েছে। ওই শিলার উপরই পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। আর সেই শিলা ‘ধ্যানমণ্ডপম’-এই নরেন্দ্র মোদী ধ্যানে বসতে চলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here