নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনা আবহের জেরে টানা দু’বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের বিদেশ সফরে ইউরোপের তিনটি দেশে যাবেন। এই সফর জার্মানি দিয়ে শুরু হলো। আর এদিন ওই দেশের রাজধানী বার্লিনে পৌঁছেছেন।
আজ নরেন্দ্র মোদী জার্মানীতে চ্যান্সেলার ওলাফ স্কোলজের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া দু’দেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী বার্লিনে পা রেখেই টুইট করে জানান, ‘বার্লিনে পৌঁছলাম। এদিন চ্যান্সেলার ওলাফ স্কোলজের সাথে একটি বৈঠক রয়েছে। তাছাড়া বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে বক্তব্য রাখব। আমি নিশ্চিত যে এই সফর ভারত ও জার্মানীর মধ্যে বন্ধুত্বকে বাড়িয়ে তুলবে।’
জার্মানী থেকে ৩ রা মে অর্থাৎ আগামীকাল নরেন্দ্র মোদী ডেনমার্কে গিয়ে রাজধানী কোপেনহাগেনে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। যে বৈঠকে ডেনমার্কের প্রতিনিধি ছাড়াও ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আর ৪ ঠা মে নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়ে সেখানে পুনর্নিবাচিত প্রেসিডেন্ট এমানুয়েল মাকরের সাথে একটি বৈঠক করবেন। সুতরাং এই তিন দিনের বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোট ২৫ টি কর্মসূচীতে যোগ দেবেন।