Indian Prime Time
True News only ....

এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়লো বেশ কিছু জরুরী ওষুধের দাম

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ স্বাস্থ্য বিমা-জীবন বিমার ক্ষেত্রে স্বস্তির ইঙ্গিত মিললেও স্বাস্থ্য ক্ষেত্রে চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ এবার টিবি, অ্যাজমা, গ্লুকোমা, হাঁপানি, থ্যালাসেমিয়া সহ মোট আটটি ওষুধের দাম এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্রের খবর, ওষুধ সংস্থাগুলির তরফে দাম বৃদ্ধির জন্য চাপ তৈরি করা হচ্ছিল। আর তাতেই শেষ পর্যন্ত দাম বাড়ানোয় সায় দিয়েছে এনপিপিএ (ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি)। বলা হয়েছে, ওষুধ তৈরির বিভিন্ন উপাদান কেনার খরচ বৃদ্ধি, উৎপাদনের খরচ বৃদ্ধির ফলে আগের দামে ওষুধ বিক্রি করে পোষাতে পারছে না সংস্থাগুলি। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এতে রোগীরা তো বটেই, পাশাপাশি সরব হয়েছে চিকিৎসক মহলের একাংশ।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, “এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে যে অসুখগুলি বেশি-বেশি হয়, তার মধ্যে হাঁপানি, হার্টের অসুখ, চোখের অসুখ আছে। সেখানে পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দাম বাড়ানো হয়েছে। থ্যালাসেমিয়া আক্রান্ত হতভাগ্য শিশুগুলির তাদের চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধ হল ডিফেরক্সামিন। তার দামও বাড়ানো হল। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ নতুন করে আর ওষুধের দাম বাড়িয়ে গরিব মানুষের কাঁধে নতুন করে বোঝা চাপাবেন না।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored