ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটারে ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা নির্ধারণ করে দিয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী গত ১ লা নভেম্বর ভারতে ডিজেলের দাম প্রতি লিটারে ১২৪ টাকা ৪১ পয়সা ছিল। যেখানে বাংলাদেশে ডিজেলের দাম ৬৫ টাকা অর্থাত্ প্রায় ৫৯ টাকা কম রয়েছে।
এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিজেলে প্রতি লিটার ১৩ দশমিক ০১ টাকা ও ফার্নেস অয়েলে প্রতি লিটার ৬ দশমিক ২১ টাকা কমে বিক্রি করায় প্রতিদিন ২০ কোটি টাকা লোকসান হচ্ছে।
আর মন্ত্রনালয়ের তরফ থেকে দাবী করা হয়েছে যে, গত অক্টোবর মাসেই ৭২৬ টাকা কোটি লোকসান হয়েছে। এছাড়া জ্বালানী তেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে বাংলাদেশে সর্বশেষ ২০১৬ সালের এপ্রিল মাসে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছিলো।