ফের বৃদ্ধি পাচ্ছে প্রায় আটশোটি ওষুধের দাম

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ২০২৪-’২৫ আর্থিক বর্ষের প্রথম দিন। আর এদিন থেকে অত্যাবশক ওষুধের দাম বাড়ছে। হোলসেল প্রাইস ইনডেক্সের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক ওষুধের দামে নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে। ফলে সামান্য হলেও ওষুধের দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভিটামিন, স্টেরয়েড, পেনকিলার  অ্যান্টিবায়োটিক, রক্তচাপ-সুগার-কোলেস্টেরল ও জ্বর-সর্দি-কাশির মতো প্রায় আটশোটি ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে। কিন্তু বিগত বছরের তুলনায় এবার ওষুধের দাম খুব কম বৃদ্ধি হবে। কারণ শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনে, হোলসেল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী ৭২৬ রকমের ওষুধের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে। যা পু্রোনো দামের থেকে ০.০০৫৫১% বেশী।


সেখানে ২০২২-’২৩ অর্থিক বর্ষে ১০% ও ২০২৩-’২৪ অর্থিক বর্ষে ১২% হারে দাম বৃদ্ধিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে নগন্য হারে দাম বৃদ্ধি হলেও নিত্য অত্যাবশকীয় ওষুধ ব্যবহারকারীদের মাথায় হাত পড়েছে। এর কারণ প্রতিদিন বহু দরিদ্র মানুষকে রক্তচাপ বা সুগারের ওষুধ খেতে হয়। তাদের কাছে সামান্য বৃদ্ধিই অনেক বড়ো চিন্তার। তবে কেন্দ্রের তরফে দাবী করা হয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের ৬৯টি ওষুধের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই নতুন করে ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930