গর্ভবতী বধূকে বাপের বাড়িতে ফেলে রেখে গেলো স্বামী সহ পরিবার
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ মানসিক ও শারীরিক অত্যাচার করে গর্ভবতী এক গৃহবধূকে বাবার বাড়িতে ফেলে রেখে গেল স্বামী এবং তার পরিবার। নদীয়ার চাকদহ থানার মদনপুর মাজদিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে মদনপুর মাজদিয়া এলাকার এক যুবতীর সঙ্গে নদীয়া ধানতলা থানার দত্তফুলিয়া এলাকার যুবক সুমন হালদারের বিয়ে হয়। সূত্রের খবর, বিয়ের পর থেকেই সুমন হালদার ও তার পরিবার ওই গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো। এর আগেও তাকে একাধিকবার জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
কিন্তু আবারও দিন কয়েক আগে মারধোর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এর পাশাপাশি সুমনের বাড়ির অভিযোগ, “গৃহবধূর গর্ভে যে সন্তান রয়েছে সেটি তাদের নয়”। এই অভিযোগ তুলে গৃহবধূকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাইয়ে বলপূর্বক বাবার বাড়ি সামনে ফেলে চলে যায়।
ওই গৃহবধূকে স্থানীয়রা ও তার পরিবারের লোকজন উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যদিও ওই গৃহবধূকে পরিবারের অভিযোগ অভিযুক্ত স্বামী সুমনের সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ওই গৃহবধূকে মারধর করা হতো।