নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরে শহর জুড়েই উপযুক্ত লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রমরমিয়ে একাধিক অবৈধ ল্যাব এবং দাঁতের চিকিৎসালয় চলছিল।
এবার স্বাস্থ্য দপ্তর অবৈধ সেইসব অবৈধ ল্যাব ও চিকিৎসালয়ের বিরুদ্ধে অভিযানে নামলো। আজ বংশীহারী ব্লকের BMOH ডঃ পুলকেশ সাহা সহ বংশীহারী থানার পুলিশ এই জেলার বুনিয়াদপুর শহরে অবৈধভাবে চলতে থাকা একাধিক ল্যাব এবং চিকিৎসালয়ে হানা দিল।
যদিও প্রশাসনিক কর্তাদের আগমন দেখেই বুনিয়াদপুুুুরের বেশ কিছু ছোটো-বড়ো ল্যাব ও চিকিৎসালয় কর্তৃপক্ষ সাটার নামিয়ে চোরের মত পালালেন।
রশিদপুর গ্রামীণ হাসপাতালের BMOH ডক্টর পুলকেশ সাহা জানিয়েছেন, “এদিন শহরের বুকে বেশ কয়েকটি ল্যাবকে উপযুক্ত কাগজপত্র না রাখতে পারার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বেসরকারী বেশ কিছু ডায়গনস্টিক সেন্টারের কয়েকজন কর্তৃপক্ষ আমাদের কথা শুনে পালিয়ে গেছেন। এদের সকলের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।