নিজস্ব সংবাদাতাঃ জলপাইগুড়িঃ আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার চতুরাগছ এলাকায় একটি বাড়ির শৌচাগার থেকে রিয়া বিশ্বাস নামে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। আবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি গাছ থেকে এক তরুণের দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ার স্বামীর নাম রোমিও বিশ্বাস। পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। দম্পতি এক সময় নদীয়ায় থাকতেন। কিন্তু গত দু’বছর থেকে চতুরাগছ এলাকায় থাকতেন। গতকাল বাচ্চার কান্নার আওয়াজ শুনেই এলাকাবাসীরা বাড়িতে এসে রিয়াকে না দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেন।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে জানা যায়, ‘‘ওই মহিলার মৃতদেহের পাশে এক জন যুবকের আধার কার্ড পাওয়া গিয়েছে৷ অর্থাৎ রিয়ার ওই যুবকের সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল৷
গতকাল ওই যুবক রিয়ার ফেসবুক লাইভে নিজের মানসিক অবসাদের কথা জানায়। অন্যদিকে উদ্ধার হওয়া ওই যুবক রিয়ার প্রেমিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই যুবক ওই মহিলাকে খুন করে আত্মহত্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।