চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ফের ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা চাকরীর দাবী জানিয়ে মিছিল শুরু করেন। এরপর ওই মিছিল কালীঘাট সেতুর দিক থেকে হাজরা মোড়ে এসে পৌঁছায়। তারপর কালীঘাট রিফিউজি হকার্স কর্নার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
পুলিশ তাদের অবস্থান তুলে নেওয়ার কথা বললেও আন্দোলনকারীরা বিক্ষোভে অনড় থাকেন। এরপর বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের তিনটি বাস ও চারটি প্রিজন ভ্যানে তুলতে গেলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। ফলে বেশ কয়েক জন রাস্তায় পড়ে যান। প্রায় ঘণ্টা খানেক ধরে এই ধুন্ধুমার পরিস্থিতি চলতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই বেশ কয়েকজনের অসুস্থতার খবর পাওয়া গেছে। ১৪ মাসের শিশু কোলে নিয়ে এক আন্দোলনকারী জানান, “পাশ তো করেছি। চাকরী তো চাইছি। পড়াশোনা করে কি একটা চাকরীও জোগাড় করতে পারব না? তবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল কেন?”
Sponsored Ads
Display Your Ads Here