অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ একটানা দু’দিনের ভারী বর্ষণের পরেও নিম্নচাপ কাটছে না। যদিও আজ সকালে হালকা রোদ দেখা গেলেও মাঝের মধ্যে আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা রয়েই গেছে। আর তাতে বৃষ্টির আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখনো কলকাতা বিমানবন্দর সহ গোটা শহরের বেশীরভাগ অংশ জলমগ্ন। এর মধ্যে এখনো রবীন্দ্র সরণী,, মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থল, মুক্তারামবাবু স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘণ্টেশ্বর মন্দিরের কাছে বিধান সরণীর উপর ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমহার্স্ট স্ট্রিটের কয়েকটি এলাকায় জল জমে রয়েছে।
একদিকে যেমন উত্তর কলকাতার কাঁকুরগাছি ও পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। অপরদিকে তেমনই দক্ষিণ কলকাতারও প্রায় একই অবস্থা। প্রিটোরিয়া স্ট্রিট, গড়িয়াহাট রোডের কিছু অংশ, গড়িয়াহাট আইটিআই রোডের সামনেও জল জমে আছে। বন্ডেল রোড, লেক গার্ডেন্সের বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। এছাড়া একবালপুর, খিদিরপুর এবং বেহালার কিছু অংশ একেবারে জলের তলায়।
তাছাড়া আলিপুরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ফের দুপুর ১২ টা থেকে তার অবধি কলকাতায় বৃষ্টি চলবে। সুতরাং আবারও শহর কলকাতা ভাসতে চলেছে। এর পাশাপাশি হাওড়া, হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।