নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের জরু্রী বিভাগের বাইরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা পিপিই কিট কোথাও স্তূপাকারে জমেছে তো কোথাও হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
রোগীর পরিজনদের অভিযোগ, ‘‘দিনের পর দিন জরু্রী বিভাগের বাইরে এই পিপিই কিট জমা হওয়ায় হাসপাতাল চত্বরে থাকা পথ কুকুরেরা ওই পিপিই কিট টেনে এদিক সেদিক নিয়ে যাচ্ছে। এছাড়া এগুলি থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে জেনেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই প্যানডেমিক পরিস্থিতির মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমন গাফিলতিতে রোগীদের স্বাস্থ্য পরিষেবা আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আলাদা ডাম্পিং গ্রাউন্ড তৈরীর আশ্বাস দেওয়া হলেও এখনো অবধি তা করা হয়নি। ফলে রোগীদের পরিবার-পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই অভিযোগ ওঠার পরই অবশ্য হাসপাতালের সহকারী সুপার অভীক মাইতি বলেন, ‘‘হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহৃত পিপিই কিট থেকে করোনা সংক্রমণ অবশ্যই ছড়াতে পারে। আমরা দ্রুত একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরীর চেষ্টা করছি।’’
Sponsored Ads
Display Your Ads Here