মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ বিকেলবেলা উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের দিগবেড়িয়া তেঁতুলতলায় রঙের কারখানায় ভয়াবহ আগুন লেগে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সমগ্র এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এই ঘটনার সাথে সাথেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল আধিকারিকরা এই ঘটনার খবর পেয়ে দমকলের ৯ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু কারখানার ভিতরে কোনো কর্মী আটকে পড়েছে কিনা তার তল্লাশি চালানো হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে।