নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির সরিতা বিহারে তাজ এক্সপ্রেসের তিনটি কামরায় ভয়াবহ আগুন লেগে তিনটি কামরা পুড়ে ছারখার হয়ে যায়। অর্থাৎ ডি ৩ ও ডি ৪ কোচ পুরোপুরি পুড়ে গিয়েছে এবং ডি ২ কোচও বেশ কিছুটা জ্বলে গিয়েছে। আর ট্রেনের জানালা থেকে হু হু করে কালো ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
এরপর তড়িঘড়ি দমকল বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দিল্লির ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, এদিন বিকেলবেলা ৪টে ২৪ মিনিটে দমকল বিভাগে আগুন লাগার খবর দেওয়া হয়। তারপর দমকল কর্মীরা খবর পেয়ে আটটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে সন্ধ্যাবেলার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
আর হতাহতেরও কোনো খবর নেই। আর যাত্রীরা সবাই নিরাপদেই ছিলেন। পাশাপাশি ওই কামরাগুলিতে আর কোনো যাত্রী রয়েছেন কিনা পুলিশ তা নিশ্চিত করে। অন্যদিকে, রেলের তরফ থেকে যাত্রীদের তৎপরতার সাথে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এখনো অবধি আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে পুলিশ সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here