নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বেসরকারী বিমান সংস্থার এই বিমান দিল্লি থেকে বারাণসী যাওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝে বিমানে বোমা রাখা আছে খবর পেতেই যাত্রী ও বিমান পরিচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভিয়েশন সিকিউরিটি সূত্রে জানা গিয়েছে, বোমার নাম লেখা একটি নোট বিমানের পরীক্ষাগারে থেকে পাওয়া গেছে।
বিমানে বোমার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে বিমানটিকে আলাদা করে সরিয়ে নেওয়া হয়। এদিকে কয়েকজন যাত্রী বিমানবন্দরেই বিমানের ইমার্জেন্সি এক্সিট থেকে লাফ দিয়ে পালাতে শুরু করেন। আর বিমানে বোমার খবর পাওয়া মাত্রই এভিয়েশন সিকিউরিটি এবং বম্ব স্কোয়াড দল ঘটনাস্থলে পৌঁছে আগে সমস্ত যাত্রীদের জরুরী ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানে তল্লাশি চালানোর কাজ শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
একই সময়ে ওই বিমান সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে, ‘‘দিল্লি থেকে বারাণসী যাওয়ার বিমান 6E2211-এ বোমা রেখে দেওয়ার হুমকি আসে। তারপর সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়েছিল। আর সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here