চয়ন রায়ঃ কলকাতাঃ আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। চলতি বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়ে হল ৯৭.৬৯ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৪৯৯। ছাত্র-ছাত্রীর পাশের হার প্রায় সমান। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.২৮ শতাংশ। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.৮ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ। মুর্শিদাবাদের ছাত্রী রুমানা সুলতানা ওই সর্বোচ্চ নম্বর পেয়েছে। রুমানা মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। কিন্তু এবার কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন ছিল। প্রথম দশ জনের মধ্যে ৮৬ জন আছে। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ৬০ শতাংশের বেশী পেয়েছে। যা গতবারের চেয়ে কিছুটা কম। ৯০ শতাংশের বেশী নম্বর প্রাপকের সংখ্যা অনেকটাই কমে গেলো। ৯০১৩ জন ‘O’ গ্রেড পেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৭ ই জুন উচ্চমাধ্যমিক বাতিলের ঘোষণা করেন। ফলে দশম-একাদশ শ্রেণীর ফল ও দ্বাদশ শ্রেণীর প্রোজেক্টের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এ দিন সংসদের সভাপতি মহুয়া দাস বলেছেন, “অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক সময়ে একাদশ শ্রেণীর নম্বর জমা দেয়নি। আবার অনেক বিদ্যালয় শেষ মুহূর্তে অনেক ছাত্র-ছাত্রীর নম্বর পাঠিয়েছে। যার মধ্যে অনেকগুলিই ত্রুটিপূর্ণ। তা সত্ত্বেও পরীক্ষার্থীদের স্বার্থে কোনো মার্কশিট আটকানো হয়নি”।
Sponsored Ads
Display Your Ads Here