নিজস্ব সংবাদদাতাঃ গোয়াঃ সমগ্র দেশ জুড়ে অক্সিজেনের ঘাটতির মধ্যেই মহারাষ্ট্রের পর পুনরায় আজ গোয়া হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে রোগী ও রোগীর পরিবার সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, দক্ষিণ গোয়ার জেলা হাসপাতালে যেখানে অসংখ্য করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে সেখানে অক্সিজেনের মূল ট্যাঙ্কারটিতে অক্সিজেন ভরার সময় অক্সিজেন ট্যাঙ্কারটি লিক করে যায়। অক্সিজেন গ্যাস তীব্র বেগে বেরিয়ে আসছে। ফলে চারিদিক সাদা ধোঁয়ায় আছন্ন হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর খবর পেয়ে পাঁচটি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অবশ্য এই ঘটনায় এই অবধি কোনো হতাহতের খবর নেই। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বিগ্ন রোগী এবং রোগীর পরিবার-পরিজনেরা।