নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের ধানবাদের ব্যাংক মোড়ে ছয় জন দুষ্কৃতীর দল একটি স্বর্ণঋণ প্রদানকারী বেসরকারী ব্যাংকের স্থানীয় শাখায় গ্রাহক সেজে ব্যাংকে ঢুকেছিল। কিন্তু পরে দুষ্কৃতীদের কাছে অস্ত্র দেখে ব্যাংকের নিরাপত্তারক্ষীরা বাধা দিতে না পারায় তারা ব্যাংকের ভিতরে ম্যানেজারকে ঘিরে ধরে মারধর করে।
আরেকটি দল টাকা লুঠ করতে শুরু করে। আর আরেকটি দল বাইরে পাহারায় ছিল। ধানবাদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ব্যাংকের ভিতরে থাকা সঙ্গীদের সতর্ক করে। এরপর দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
তারপর পুলিশ দু’জনকে ধাওয়া করে গ্রেফতার করেন। কিন্তু বাকি তিন জন পালিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ রা সেপ্টেম্বর ধানবাদেরই একটি সোনার দোকানে বহু টাকার সম্পত্তি লুট হয়। যা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছিল।
ওই ঘটনায় দুই জন দোকানদার আহত হয়েছিলেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও স্বর্ণঋণ প্রদানকারী শাখায় ডাকাতির ঘটনা ঘটে গেল। পুলিশের অনুমান, বিহারের সুবোধ গ্যাং এই ঘটনার পেছনে থাকতে পারে। আসানসোলেও ওই একই দলের যাতায়াত রয়েছে বলে জানা গিয়েছে।