নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আর মাত্র কিছু দিনের অপেক্ষা। এরপরই দীপাবলী। আর এর মধ্যেই দিল্লিতে দোকান ও অনলাইনের মাধ্যমে বাজি কেনাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ দিল্লি প্রশাসন জানিয়েছে, ‘আগামী বছর ১ লা জানুয়ারী অবধি দিল্লিতে অনলাইনে বাজি কেনাকাটা এবং অনলাইনে বাজি সরবরাহ করা যাবে না।’
গত বছর থেকেই এখানকার প্রশাসন দূষণজনিত সমস্যা এড়াতে দিল্লিতে বাজি তৈরি, মজুত, বিক্রি এবং বন্টন নিষিদ্ধ করেছে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই একটি বিবৃতি দিয়ে বাজির উপর এই নিষেধাজ্ঞা দিয়ে ঘোষণা করেন, ‘‘দিল্লির মানুষকে দূষণের বিপদ থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। এতে দীর্ঘমেয়াদ অবধি দিল্লিবাসী স্বস্তি পাবেন। তাদের ভালোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।’’
এছাড়া কোনো বেআইনী কাজ হচ্ছে কি না তা পুলিশ, ডিপিসিসি ও রাজস্ব দপ্তরকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই এই নিষেধাজ্ঞা যথাযথ ভাবে পালন হচ্ছে কি না সেদিকে নজর রাখবে।