নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশের দৈনিক করোনা সংক্রমণ দ্রুত হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। আর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ কোটি ৬০ লক্ষ ছাড়িয়ে গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৪২ জন হয়েছে।
দেশের সব রাজ্যে আক্রান্ত বাড়লেও মৃতের সংখ্যা কেরলে সবচেয়ে বেশী। অন্যদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশী। এরপর দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থানে দিল্লি এবং পশ্চিমবঙ্গ রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের পর দেশে করোনা সংক্রমণের হার ফের ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১১.০৫ শতাংশ।
Sponsored Ads
Display Your Ads Here
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত সপ্তাহ জুড়ে দেশের মধ্যে ২৯ টি রাজ্যের প্রায় ১২০ টি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশী ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
করোনার পাশাপাশি এই মারণ ভাইরাসের আরেক রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪ হাজার ৮৬৮ জনে পৌঁছে গিয়েছে। এছাড়া ওমিক্রনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮০৫ জন। তবে ওমিক্রনের ক্ষেত্রেও দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে সর্বাধিক হারে বেশী।
Sponsored Ads
Display Your Ads Here