ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ দেশের রাজপাট বদল হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই নিয়ে এবার প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ টুইটারে সরব হলেন। যা নিয়ে পাক রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে।
মহম্মদ হাফিজ টুইট করে লিখেছেন, “লাহোরে পেট্রোল পাম্পগুলিকে কি তেল নেই? এটিএমএ ক্যাশ নেই? রাজনীতির জন্য সাধারণ মানুষকে কেন এমন ভুগতে হবে?” আর এই টুইট প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও ট্যাগ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইমরান খান আস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফ শপথ গ্রহণ করেন। ফলে পাক নাগরিকদের একাংশের আশা ছিল, এবার হয়তো দেশের পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এর কোনো পরিবর্তনই হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here