Indian Prime Time
True News only ....

ফের হাতছানি দিচ্ছে করোনার নতুন প্রজাতি

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ এবার কর্ণাটকে করোনার নতুন AY 4.2 প্রজাতির সন্ধান মিলেছে। বেঙ্গালুরুতে তিন জনের শরীরে নতুন প্রজাতির ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই তিন জনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।

এরপর তারা যাদের সংস্পর্শে এসেছিলেন সেই প্রাইমারী ও সেকেন্ডারী কনট্যাক্টসদের টেস্ট করানো হয়েছে। কিন্তু কোনোরকম সংক্রমণের প্রমাণ মেলেনি। এর থেকেই বোঝা যাচ্ছে AY 4.2 প্রজাতির সংক্রমণ শৃঙ্খল তৈরী হয়নি। আর এখনই এই নিয়ে জনগণকে করণাটকের স্বাস্থ্য কমিশনার ডি রণদীপ আতঙ্কিত হতে নিষেধ করছেন।

ডি রণদীপ জানান, “ইতিমধ্যেই প্রযুক্তি উপদেষ্টা কমিটি নতুন প্রজাতি সম্পর্কে বিশদে আলোচনা সেরেছে। AY 4.2 প্রজাতিতে আক্রান্তের সংখ্যা অনেক কম। তবে করোনার নতুন প্রজাতির থাবায় ইংল্যান্ড সবচেয়ে বেশী সংক্রামিত রয়েছে। এরপরেই রাশিয়া ও ইজরায়েল সংক্রমণের তালিকায় রয়েছে”।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অবশ্য কর্ণাটক এবং বেঙ্গালুরুতে AY 4.2 প্রজাতির সংক্রমণ অনেকটাই কম। এখন AY 4.2 প্রজাতি নিয়ে কোনো ভয় নেই। নতুন AY 4.2 প্রজাতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। আরো তদন্তের প্রয়োজন রয়েছে। যদিও এখনো অবধি নয়া প্রজাতির আগমনে দেশের কোথাও কনটেনমেন্ট জোন তৈরী করতে হয়নি।

পরবর্তী সময়ে AY 4.2 প্রজাতির আক্রান্তের সংখ্যা বাড়লে সংক্রমণ প্রতিহত করতে জিনোমিক সিকোয়েন্সিং বাড়ানো হবে। যার জেরে সমস্তরকম ভাবে সুরক্ষা বলয় প্রস্তুত রাখা হয়েছে যেখানে করোনার লকডাউন সম্পর্কিত গাইডলাইন, কনটেনমেন্ট জোন সহ টেস্ট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored