নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সুতিতে বোলতার বাসা ভাঙা নিয়ে মামা-ভাগ্নের গন্ডগোলের জেরে ভাগ্নেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশের বোলতার বাসা ভাঙা নিয়ে মামা রকিবের সাথে সোহেলের বচসা শুরু হয়। আর বচসা চলাকালীন রকিব সোহেলকে হাঁসুয়া নিয়ে এলোপাথাড়ি কোপ মারেন। আর বাধা দিতে গিয়ে সোহেলের দিদি ও বাবা আহত হয়েছেন। এরপর এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত বলে ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। কিন্তু মূল অভিযুক্তকে খুঁজে পাওয়া না যাওয়ায় চিরুনী তল্লাশী শুরু হলে কিছুক্ষণের মধ্যে রকিবকে সুতি থানার চাঁদের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া এদিন রকিবকে আদালতে তোলা হয়েছে।