নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে ট্রেন লাইনের পাশ থেকে উদ্ধার হুগলীর আরামবাগের সিপিএম প্রার্থীর রক্তাক্ত দেহ। মৃত আরামবাগের গৌরহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটির আট নম্বর সংসদের সিপিএম প্রার্থী সুমিত্রা দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমিত্রা দেবী এলাকার দশ থেকে বারো জনকে নিয়ে কাকদ্বীপের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এরপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুমিত্রা দেবীর পরিবারের তরফে দাবী করা হয় যে, ‘‘সুমিত্রা দেবীকে খুন করা হয়েছে।’’
সুমিত্রা দেবীর এক জন ঘনিষ্ঠের কথায়, ‘‘যাদের সাথে পুজো দিতে গিয়েছিলেন, তাদের মধ্যে এক জন যুবক ছিলেন যিনি তাকে বিয়ে করতে চাইতেন। আর বিয়ের জন্য চাপ দেওয়া হত। কিন্তু সুমিত্রা দেবী ওই প্রস্তাবে রাজি হয়নি। তাই এই কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।’’
তবে জিআরপি সূত্রে জানা গিয়েছে, সুমিত্রা দেবীর লাইনে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে। যদিও এই মৃত্যু কিভাবে ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।