নিজস্ব সংবাদদাতাঃ অসমঃ দেশের উত্তর পূর্ব প্রান্তের অসমের কোকরাঝাড়ে ভূমিকম্পের পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটিও কেঁপে উঠলো।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, আজ বেলা ১ টা ১৩ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪ ছিল। এরপর অসম কেঁপে ওঠার সাথে সাথে পশ্চিমবঙ্গের মাটিও দুলে উঠলো। উত্তরবঙ্গে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিম অসমের কোকরাঝাড় ভূমিকম্পের উত্সস্থল ছিল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পন শুরু হয়। অবশ্য পশ্চিমবঙ্গ বা অসম কোনো রাজ্য থেকেই প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ভুকম্পন শুরু হতেই মানুষজন বাড়ি ছেড়ে ভয়ে বেরিয়ে আসেন। প্রসঙ্গত ২৮ শে এপ্রিল অসম ও উত্তর পূর্বের কিছু রাজ্যে ভূকম্পন হয়েছিল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬.৪ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here