নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গতকাল রাজস্থানের শ্রী গঙ্গানগরে শ্বাসরোধ করে খুনের পর মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো ৯ বছর বয়সী এক জন নাবালিকাকে। নাবালিকার দেহ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নাবালিকা পরিবারের একমাত্র সন্তান ছিল। বাবা দিনমজুরের কাজ করতেন। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ সূত্রে জানা যায়, অনেককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শেষ বার ওই নাবালিকাকে এক জন ব্যক্তির সাথে দেখা গিয়েছিল।

- Sponsored -
ওই ব্যক্তি ওই নাবালিকাকে চিপসের প্যাকেট কিনে দিচ্ছিলেন। মনে করা হচ্ছে ওই ব্যক্তি তার পরিচিত। তাই অনুমান করা হয়েছে যে, ওই নাবালিকাকে লোভ দেখিয়ে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে। এছাড়া খুনের আগে যৌন নির্যাতন করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট ভাবে জানা যাবে।
যদিও ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে।