নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন- জম্বু, কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ ও উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তের ৪২ জন ভারতীয় মহিলা সহ পশ্চিমবঙ্গের কলকাতার রত্না রাজবংশীকে দিল্লির মহারাষ্ট্র সদন এ ‘ন্যাশনাল মহিলা আত্মনির্ভর অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হলো।
ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড কমিটির তরফ থেকে ভারত সরকারের মিনিস্টারি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের চেয়ারম্যান মাননীয় বিকুরাম জি ইদাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাবলে এবং ভারত সরকারের মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









