নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ প্রথম দফার নির্বাচনের আগের রাতে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত সিআরপিএফ জওয়ানের নাম নীলেশকুমার নিলু। নীলেশকুমার নিলু মাথাভাঙা বাইশগুড়ি হাই স্কুলে ‘কুইক রেসপন্স টিমের’ (কিউআরটি) কমান্ড্যান্ট ছিলেন। বাড়ি বিহারে ছিল।
কেন্দ্রীয় বাহিনী সূত্রে খবর, গতকাল হঠাৎ তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর সহকর্মীরা তা দেখে নীলেশকুমার নিলুকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাতেও বাঁচানো সম্ভব হয়নি। তারপর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে এই গোটা বিষয়টি মাথাভাঙা থানায় জানানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, “পুলিশ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।”