নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বর্তমান যুগে খাবারে মিশছে প্রচুর পরিমাণ ভেজাল যার জেরে মানুষের মধ্যে নানারকম রোগ বাসা বাঁধছে। সেখানে মানুষের পক্ষে ৯০ বছর বেঁচে থাকাই দুষ্কর হয়ে উঠেছে।
তবে এবার ১২০ বছর বেঁচে সবাইকে তাক লাগালেন এক বৃদ্ধা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা মাহেশ্বরী চন্দের মৃত্যুর সময় বয়স হয়েছিল ১২০ বছর।
তার পারিবারিক সূত্রে জানা যায়, মহেশ্বরী চন্দের নাতি আছেন ৫৬ জন। আর তাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ১২০ জন।
Sponsored Ads
Display Your Ads Hereনাতি সুনীল চন্দ বলেছেন, “মৃত্যু মানেই দুঃখজনক। কিন্তু তার দিদার এই মৃত্যু আনন্দজনক কারন দীঘার বুকে এত বেশি বয়সের মানুষ তার পরিবারেই প্রথম। তাই অভিনব উপায় দিদার শবযাত্রা নিয়ে যাওয়া হয়েছিল। শবযাত্রা নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছড়ানো ফুল ও আবীর ছড়ানো হয়েছিল। আর তার সাথেই বাজি ফাটানো এবং ব্যণ্ড সহ উদাম নৃত্য চলেছিল”।
এই অভিনব প্রক্রিয়ায় শবযাত্রা দেখার সাক্ষী হয়ে থাকল দীঘাবাসী। আর এই গোটা ঘটনায় হতভম্ভ সমগ্র জেলা।