দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ “বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও মিড ডে মিল দেওয়া হয়। এছাড়া পড়াশুনা চলাকালীন কন্যাশ্রী আর বিয়ের সময় রূপশ্রী দেওয়া হয়।
নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মোবাইল বা ট্যাব দেওয়া হবে।
এমনকি ১৮ বছর বয়সের পর কেউ বিধবা হলে সে বিধবা ভাতা পাবেন”। সোমবার কোতোলপুরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলি ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Hereএকই সঙ্গে এদিন তিনি আরো বলেন, “এবার থেকে কৃষকরা এক একর জমি থাকলেই কৃষক বন্ধু প্রকল্পে ১০ হাজার টাকা করে পাবেন। আর প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরাও আর্থিক সহায়তা পাবেন বলে তিনি ঘোষণা করেন”।
https://www.youtube.com/watch?v=gy5f1nsks38
Sponsored Ads
Display Your Ads Hereতৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে বিজেপিকে তুলোধনা করলেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন। একই সঙ্গে ‘বহিরাগত’দের আক্রমণ হলে ঝাটা, খুন্তি এবং হাতা দিয়ে আক্রমণ প্রতিহত করার কথা বলেন।